কলকাতা: আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড (IMA Suspends Former VC Sandip Ghosh) করল সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (Indian Medical Association)। এর আগে ন্যাশনাল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনও সাসপেন্ড করে সন্দীপকে। আরজি করের মহিলা চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনায় একটি কমিটি গঠন করেছিল আইএমএ। সেই কমিটির সদস্যেরা নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন। অভিযোগ, তার ভূমিকা আশানুরূপ নয়। ঘটনার পর তাঁর ব্যবহার, নির্যাতিতাকে নিয়ে তাঁর বক্তব্যে সহানুভূতির অভাব রয়েছে। পাশাপাশি আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তার পর সন্দীপকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: সন্দীপ ঘোষ ও সিপির অপসারণের দাবিতে পথে ডাক্তারা
সন্দীপ আইএমএ-র কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আরজি কর কাণ্ডে আরভি অশোকানের নেতৃত্বে একটি কমিট গঠন করা হয়। এই কমিটি মনে করছে, সন্দীপ ঘোষের ভূমিকা সন্তোষজনক নয়। এমন ঘটনা সামাল দেওয়ার ক্ষেত্রে তাঁর সহানুভূতিরও যথেষ্ট অভাব ছিল। আইএমএ-র জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে সংগঠনের অনেক চিকিৎসকঅ ক্ষুব্ধ। ডাক্তারদের অভিযোগ ডাক্তারির মতো পেশাকে কলঙ্কিত করেছেন সন্দীপ। তাঁর শাস্তির দাবি জানিয়েছেন। এর পরেই সন্দীপকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে আইএমএ।
অন্য খবর দেখুন