মুম্বই: অবশেষে জল্পনার অবসান। পরবর্তী তিনটি টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করে ফেললো ভারতীয় নির্বাচকমণ্ডলী। প্রত্যাশামতোই দলে নেই বিরাট কোহলি। পরবর্তী টেস্ট ম্যাচগুলিতে জায়গা পাননি শ্রেয়স আইয়ারও। তাঁর দলে না থাকা নিয়ে দু-রকম মতামত রয়েছে। প্রথমত মনে করা হচ্ছে তাঁর বাদ পড়ার অন্যতম কারণ চোট। ৩০ বল খেলার পর পিঠের পেশি শক্ত হয়ে যাচ্ছে। পুরনো চোট আবারও কি ফিরে এসেছে? গত বছর চোটের কারণে আইপিএল খেলতে পারেননি শ্রেয়স। আবার আরেক অংশের মত দ্বিতীয় টেস্টে শ্রেয়স আইয়ারের পারফরম্যান্সে অখুশি ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। সেইজন্যই এই সিদ্ধান্ত।
ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছেন কেএল রাহুল এবং রবীন্দ্র জাডেজা। মনে করা হচ্ছে এই মুহূর্তে তাঁরা ফিট। তাই তৃতীয় টেস্ট থেকে তাঁদেরকে জাতীয় দলে না দেখার কোনও কারণ নেই। ভারতীয় টেস্ট দলে প্রথমবারের জন্য ডাক পেয়েছেন বাংলার আকাশ দীপ। ঘরোয়া ক্রিকেটে এবং ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এই পুরস্কার। একইসঙ্গে দলে রয়েছেন বাংলার মুকেশ কুমার।
একনজরে দেখে নেওয়া যাক পরবর্তী তিনটি টেস্ট ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াড-
রোহিত শর্মা(অধিনায়ক), জসপ্রীত বুমরা(সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, কেএল রাহুল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুড়েল, কেএস ভরত, আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মুকেশ কুমার, মহম্মদ সিরাজ , আকাশ দীপ
অন্যান্য খবর দেখতে ক্লিক করুন: