নয়াদিল্লি: ইরানের (Iran) ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্বিগ্ন দিল্লি (Delhi)। ইজরায়েল (Israel) প্রবাসী ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের। মঙ্গলবার রাত থেকে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে পশ্চিম এশিয়ায় (West Asia)। ইজরায়েলি ভূখণ্ডে আছড়ে পড়েছে একের পর এক ক্ষেপণাস্ত্র। ইরানের দাবি, প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইজরায়েলের দিকে। এই ঘটনায় ভারতীয় দূতাবাস ভারতীয়দের প্রোটোকল মেনে চলার বার্তা দিল। তোলআভিভে ভারতীয় দূতাবাসে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে ইজরায়েলে থাকা সব ভারতীয়দের সতর্ক থাকতে ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। জানানো হয়েছে, প্রয়োজন ছাড়া বেশি ঘোরাঘুরি না করাই ভালো। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও।
ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইরানের। এই পরিস্থিতিতে ইরানকে হুঁশিয়ারি দিল আমেরিকা। ইরানের মিসাইল হানা আটকাতে মার্কিন সেনাকে নির্দেশ জো বাইডেনের। হোয়াইট হাউসে জরুরি বৈঠকে জো বাইডেন। ইরানকে কঠোর পরিণতির হুঁশিয়ারি আমেরিকার। পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক। ইজরায়েলের বিরুদ্ধে এককাট্টা ইরান, লেবানন, প্যালেস্টাইন, সিরিয়া। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন?
আরও পড়ুন: খোরপোশ মামলায় সোশ্যাল মিডিয়া নিয়ে বড় রায় আদালতের
আরও খবর দেখুন