
নয়াদিল্লি: এও কি সম্ভব? দরকার নেই কোনও সিমকার্ডের (Sim card)। দরকার নেই ইন্টারনেটেরও (Internet)। মোবাইলেই দেখা যাবে যাবতীয় ভিডিও (Video)। শোনা যাচ্ছে, এরকমই উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। যা হলে ভারতে প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে। এখন প্রায় প্রত্যেকের হাতে রয়েছে মোবাইল (Mobile) ফোন। ফলে টিভির (TV) দরকার পড়বে না। ইন্টারনেট খরচেরও প্রয়োজন নেই। মোবাইল থাকলেই ভিডিও দেখা সম্ভব হবে।
একটি রিপোর্ট অনুযায়ী ডিরেক্ট টু মোবাইল ব্রডকাস্টিং নামে ওই পরিকল্পনা নেওয়া হয়েছে। একটি সূত্র অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র জানিয়েছেন, খুব তাড়াতাড়ি ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তি পরীক্ষামূলকভাবে ১৯টি শহরে চালু করা হবে। এই প্রযুক্তি ভারতেই তৈরি হয়েছে। এর ফলে ডিজিটাল বিবর্তন হবে। এটা হলে ফাইভ জি নেটওয়ার্কের থেকে বোঝা কমবে। ইতিমধ্যে তা পরীক্ষা করে দেখা হয়েছে নয়ডা, বেঙ্গালুরু, দিল্লিতে।
আরও পড়ুন: জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠক মমতার
উল্লেখ্য, এটা চালু হলে দেশের প্রায় ৯ কোটি টিভিহীন পরিবার উপকৃত হবে। দেশে প্রায় ১৯ কোটি ঘরে টিভি রয়েছে। বাকিদের নেই। এর ফলে তাদের কাছেও মোবাইলের মাধ্যমে ভিডিয়ো কনটেন্ট পৌঁছে যাবে। এর জন্য কোনও ইন্টারনেট সংযোগের দরকার হবে না।
আরও খবর দেখুন