
অ্যান্টিগাঁ: ভারতের বিরুদ্ধে টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিল বাংলাদেশ। এই ম্যাচে ভারত কোনও পরিবর্তন করেনি। উইনিং কম্বিনেশন নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে নামতে চলেছে ভারত। শিবম দুবের কাছে আরও একটি সুযোগ নিজেকে প্রমাণ করার। অন্যদিকে, ভারতের বিরুদ্ধে খেলছেন না বাংলাদেশের তাসকিন আহমেদ।
টসের পর রোহিত শর্মা বলেন, ‘আমি টসে জিতলে ব্যাটিংই নিতাম। অর্থাৎ যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি। উইকেট ফ্রেশ রয়েছে। আমার মনে হয় যত খেলা এগোবে ততই উইকেট স্লো হতে পারে।’
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন বলেন, ‘উইকেট দেখে ভালো মনে হচ্ছে। ১৪০-১৫০ এখানে ভালো স্কোর হবে। চেষ্টা করবো ভারতকে যত কমে আটকানো যায়। বাংলাদেশ দলে শুধু একটি একটি পরিবর্তন করা হয়েছে।’
ভারতের চূড়ান্ত একাদশ
১। রোহিত শর্মা ২। বিরাট কোহলি ৩। ঋষভ পন্থ ৪। সূর্যকুমার যাদব ৫। শিবম দুবে ৬। হার্দিক পান্ডিয়া ৭। রবীন্দ্র জাডেজা ৮। অক্ষর প্যাটেল ৯। কুলদীপ যাদব ১০। যশপ্রীত বুমরা ১১। আরশদীপ সিং
অন্য খবর দেখতে ক্লিক করুন: