ক্যানবেরা: পার্থ টেস্টে দুর্দান্ত জয় পেয়েছে ভারত। তবে এ তো ছিল লাল বলের ম্যাচ। অ্যাডিলেডে পরের টেস্ট খেলা হবে গোলাপি বলে। ভারত কি গোলাপি বলে এই আগুন ফর্ম ধরে রাখতে পারবে? এই নিয়ে সংশয় বাড়ছিল। তবে এই সংশয়ের যোগ্য জবাব দিল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশকে দাপটের সঙ্গে হারিয়ে দিল রোহিতের নেতৃত্বাধীন দল। এই ম্যাচে হর্ষিত রানা আগুন বোলিং করলেন, নিলেন ৪ উইকেট। মাত্র ৬ বলের ব্যবধানে ৪টি উইকেট তুলে নেন ভারতের এই তরুণ পেসার। তাঁর দাপটেই এই ম্যাচটিও অনায়াসে জিতে যায় ভারত।
ক্যানবেরার মানুকা ওভাল মাঠে আয়োজিত এই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রধানমন্ত্রী একাদশ প্রথমে ব্যাটিং করে ৪৩.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪০ রান তোলে। প্রধানমন্ত্রী একাদশের হয়ে সর্বোচ্চ ১০৭ রান করেন স্যাম কোন্টাস, ৬১ রান করেন হ্যান্নো জেকবস, ৪০ রান করেন জ্যাক ক্লেটন। ভারতের হয়ে ৪টি উইকেট নিয়েছেন হর্ষিত রানা। এছাড়াও, আকাশ দীপ নিয়েছেন ২টি উইকেট। এদিনের ম্যাচে ১টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা।
আরও পড়ুন: শামি’র অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে BCCI?
জবাব ব্যাটিং করতে নেমে ভালো শুরু করেন যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। ৭৫ রান তোলে ভারতের ওপেনিং জুটি। যশস্বী ৪৫ রান করে আউট হন। কেএল রাহুল ২৭ এবং শুভমন গিল ৫০ রান করে উঠে যান। এই ম্যাচে ব্যর্থ হন রোহিত শর্মা। মাত্র ৩ রান করে আউট হন তিনি। তবে মিডল অর্ডারে ভালো খেলেন নীতিশ কুমার রেড্ডি (৪২), ওয়াশিংটন সুন্দর (৪২) এবং রবীন্দ্র জাদেজা (২৭)। শেষমেশ, ৫ উইকেট হারিয়ে ২৫৭ রান তোলে ভারত। এই ম্যাচটি ৬ উইকেটে জিতে যায় টিম ইন্ডিয়া। তবে এই জয় যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল গোলাপি বলে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স। ব্যাটিং থেকে বোলিং- সব বিভাগেই আগুন ফর্ম ধরে রেখেছে ভারত। হয়তো, অ্যাডিলেড টেস্টেও গোলাপি বলে একই দাপট ধরে রাখবেন রোহিত, বুমরারা।
দেখুন আরও খবর: