দিল্লি ও মুম্বই আসার আগেই তুরস্কে আটকে প্রায় ৪০০ জন ভারতীয়! কিন্তু কেন? ঘণ্টার পর ঘণ্টা ডিলে থাকে ফ্লাইট। আর সেই ঘটনার তদন্তে কোন ব্যবস্থাপনাও গ্রহণ করা হয়নি। ইন্দিগোর তরফ থেকে যাত্রীদের কোন সাহায্য করা হচ্ছেনা বলে সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ উগড়ে দেন যাত্রীদের একাংশ।
যাত্রীদের পক্ষ থেকে বলা হয়, এয়ারপোর্ট চত্বরে নেই কোন খাবার, নেই থাকার ব্যবস্থা। তুরস্কের ইস্তানবুল এয়ারপোর্টের লাউঞ্জ আকারে ছোট হওয়ার কারণে সেখানে ৪০০ জন যাত্রীর পক্ষে বিশ্রাম নেওয়া সম্ভব নয় বলে জানান যাত্রীদের একাংশ। এই সব অব্যবস্থার কথা জানা থাকলেও বিমান সংস্থার পক্ষ থেকে গ্রহণ করা হয়নি কোন পদক্ষেপ। অনেকেই ইস্তানবুল এয়ারপোর্টে অসুস্থ হয়ে পড়েন বলে জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে।
আরও পড়ুন: গলফগ্রিন থানা এলাকায় উদ্ধার কাটা মুণ্ডু
সমস্যা শুরু হয় ১২ ডিসেম্বর, রাত ৮.১০টায়। ইস্তানবুল থেকে একটি ইন্ডিগোর ফ্লাইট দিল্লির পথে রওনা হওয়ার কথা থাকলেও সেটি পরেরদিন ১৩ তারিখ দুপুর ১.৩০-এ ছাড়বে বলে ঘোষণা করা হয়। আর এই খবর জানানও হয় যাত্রীরা বিমানবন্দরে পৌঁছে যাওয়ার পর। অপরদিকে মুম্বইয়ের ফ্লাইটটি বৃহস্পতিবার রাত ৮.১৫-এ মুম্বইয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও প্রথমে সেটি রাত ১১টায় রিশিডিউল হয় এবং পরে ১৩ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় ছাড়বে বলে ঘোষণা করা হয়। এবার এই এতক্ষণ দেরির ফলে যাত্রীরা ঠিক কোথায় যাবেন, কার সঙ্গে যোগাযোগ করবেন, সেসব কোনও তথ্যই প্রদান করা হয়নি।
দেখুন অন্য খবর