skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollইন্দিরা জয়সিংহ সওয়াল করলেন জুনিয়র ডাক্তারদের হয়ে
Indira Jaising

ইন্দিরা জয়সিংহ সওয়াল করলেন জুনিয়র ডাক্তারদের হয়ে

বহু খ্যাতনামা মামলায় সওয়াল করেছেন এই আইনজীবী

Follow Us :

কলকাতা: আরজি কর (RG Kar Hospital) কাণ্ডে জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) তরফে আইনজীবী (Lawyer) নিয়োগ করা হয় ইন্দিরা জয়সিংহকে (Indira Jaising)। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে অনিকেত মাহাতো বলেন, আমরা আইনজীবী হিসেবে ইন্দিরা জয়সিংহকে নিয়োগ করেছি। মঙ্গলবার তিনি আমাদের হয়ে সওয়াল করেছেন। পদ্মশ্রী প্রাপ্ত ৮৪ বছরের এই আইনজীবী তুলে ধরলেন জুনিয়র ডাক্তারদের বক্তব্য। বহু খ্যাতনামা মামলায় সওয়াল করেছেন তিনি। হয়েছিলেন প্রথম মহিলা অ্যাডিশনাল সলিসিটর জেনারেল।

আরজি কর কাণ্ড নিয়ে শীর্ষ আদালতে হওয়া গত দিনের শুনানিতে জুনিয়র ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী গীতা লুথরা। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের শুনানি যাতে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সাধারণ মানুষও দেখতে পারেন তার জন্য শীর্ষ আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন ইন্দিরা। ২০২৩ সালের জানুয়ারি মাসে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিংহ, বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ ইন্দিরার আর্জিকে মান্যতা দেওয়ার কথা জা্নায়। এখন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টে বেশ কিছু মামলার শুনানি ঘরে বসেই দেখতে পারেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: প্রতিবেশী দেশগুলি একে অপরের উপর নির্ভরশীল, বাংলাদেশ নিয়ে মন্তব্য বিদেশমন্ত্রীর

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular