কলকাতা: আরজি কর (RG Kar Hospital) কাণ্ডে জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) তরফে আইনজীবী (Lawyer) নিয়োগ করা হল ইন্দিরা জয়সিংহকে (Indira Jaising)। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে অনিকেত মাহাতো বলেন, আমরা আইনজীবী হিসেবে ইন্দিরা জয়সিংহকে নিয়োগ করেছি। আগামী মঙ্গলবার তিনি আমাদের হয়ে সওয়াল করবেন।
আরজি কর কাণ্ড নিয়ে শীর্ষ আদালতে হওয়া গত দিনের শুনানিতে জুনিয়র ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী গীতা লুথরা। ডাক্তারদের আরেক সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্টবেঙ্গলেরহয়ে সওয়াল করবেন করুণা নন্দী এবং সব্যসাচী চট্টোপাধ্যায়। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের শুনানি যাতে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সাধারণ মানুষও দেখতে পারেন তার জন্য শীর্ষ আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন ইন্দিরা। ২০২৩ সালের জানুয়ারি মাসে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিংহ, বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ ইন্দিরার আর্জিকে মান্যতা দেওয়ার কথা জা্নায়। এখন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টে বেশ কিছু মামলার শুনানি ঘরে বসেই দেখতে পারেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: সিভিক ভলান্টিয়ারের জিনিস বাজেয়াপ্তে দেরি পুলিশের, দাবি সিবিআইয়ের
আরও খবর দেখুন