মুম্বই: ইন্দ্রানী মুখার্জির বিদেশ সফরের আর্জি খারিজ। সিবিআই আপত্তিতে মান্যতা বোম্বে হাইকোর্টের। সিনা বোরা হত্যা মামলায় মুখ্য অভিযুক্ত ইন্দ্রানী মুখার্জির (Indrani Mukerjea) স্পেন ও গ্রেট ব্রিটেন সফরের অনুমতির আবেদন খারিজ বোম্বে হাইকোর্টে। সম্পত্তিকর দান, ব্যাংক অ্যাকাউন্টের আপডেটিং এবং উইল থেকে পূর্বতন স্বামী পিটার মুখার্জির নাম বাদ দেওয়ার জন্য ইন্দ্রানীকে বিদেশ সফরে অনুমতি দিয়েছিল বিশেষ আদালত। তার বিরুদ্ধে সিবিআই-এর আবেদনে সাড়া বিচারপতি শ্যাম চন্দকের।
ওই সব কাজ ইন্দ্রানী যদি ভারত থেকেই করতে চান, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী তাঁকে সাহায্য দেবে। এজন্য তাঁর বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। যদিও বিদেশ সফরে গিয়ে তাঁর নিরুদ্দেশ হয়ে যাওয়ার সম্ভাবনা বা এমন অন্যান্য সওয়াল সম্পর্কে আদালত কোন মন্তব্য করছে না বলে উল্লেখ করা হয়েছে রায়ে।
আরও পড়ুন: পুলিশি সংস্কৃতি ও আচরণ সংস্কারে সুপ্রিম কোর্টের নির্দেশ কানে ঢোকেনি: গুজরাট হাইকোর্ট
স্পেন ও গ্রেট ব্রিটেনের ভারতীয় দূতাবাস নির্দিষ্টভাবে জানিয়েছে যে, ইন্দ্রানী যে কারণে বিদেশ যেতে চান, তার জন্য তাঁর ব্যক্তিগত উপস্থিতির প্রয়োজন নেই। পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে অথবা ভার্চুয়াল মাধ্যমে ওই কাজগুলি করা সম্ভব। তাছাড়া অর্থনৈতিক কেলেঙ্কারি মামলায় অভিযুক্তদের মতোই ইনিও বিদেশে গিয়ে আত্মগোপন করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে সিবিআই।
অন্য খবর দেখুন