মুর্শিদাবাদ: জলঙ্গির চরভদ্রা এলাকায় বাংলাদেশিদের অনুপ্রবেশ বাড়ছে। সম্প্রতি, বিএসএফ-এর ড্রোনে ধরা পড়ল এক ভয়ঙ্কর ছবি। জানা গিয়েছে, উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার এবং গুয়াহাটি ফ্রন্টিয়ারের কাঁটাতার বিহীন সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে ঢুকে পড়ছে বাংলাদেশিরা। তাঁরা জমির ফসল নষ্ট করে ভারতে ঢুকছে বলে অভিযোগ সামনে এসেছে। সেখানের বিস্তীর্ণ এলাকায় কাঁটাতার না থাকায় আরও অনুপ্রবেশ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। জলঙ্গির চরভদ্রা এলাকার সধারণ মানুষের অভিযোগ, প্রায় প্রতিদনই বাংলাদেশিদের এমন অত্যাচার চলে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ফসল চুরির অভিযোগও সামনে এসেছে।
আরও পড়ুন: দাম কমিয়ে আদানি’র থেকেই বিদ্যুৎ কিনতে চায় বাংলাদেশ?
জানা গিয়েছে, জলঙ্গির এই এলাকার মেঠো পথকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে ভারতে ঢুকছে বাংলাদেশিরা। সূত্রের খবর, মোট বাংলার ৯১৩ কিলোমিটার সিমান্তে কোনও কাঁটাতার নেই। সেইসব জায়গায় বিএসএফ জওয়ান মোতায়েন করা সম্ভব হয়না সবসময়। সেই সুযোগকে কাজে লাগিয়ে চলছে অবাধ অনুপ্রবেশ। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে এভাবে অনুপ্রবেশ চললে আগামী দিনে বাংলা তথা গোটা ভারতের পক্ষে তা এক বিরাট সমস্যা হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেখুন আরও খবর: