নয়া দিল্লি: বিএসএফ জওয়ানদের(BSF jawans) তৎপরতায় ভারত পাক সীমান্তে এক অনুপ্রবেশকারী আটক করা হয়েছে। সোমবার বিএসএফ এক আধিকারিক জানিয়েছেন, ওই ব্যক্তি মাজিওয়াল্লা সীমান্ত(Maziwalla border) হয়ে ভারতে (India) অনুপ্রবেশ করেছিল। তাকে পাকরাও করা হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।
শ্রী গঙ্গানগরের পুলিশ সুপার গৌরব যাদব জানিয়েছেন, এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। পরে তাকে রাজস্থানের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: ফাঁসানো হয়েছে, আমি নির্দোষ, বিস্ফোরক সঞ্জয়
বিএসএফ ও নিরাপত্তা আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করলেও ওই ব্যক্তি কোনও রকম সহযোগিতা করছে না বলে জানা গেছে। বিষয়টি যৌথ কমিটি তদন্ত করবে। ওই ব্যক্তিকে পুলিশও আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ সুপার জানিয়েছেন, ওই ব্যক্তি মাজিওয়াল্লা সীমান্তের কাছে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিল।
প্রথমে ওই ব্যক্তিকে থামতে বলা হয়। কিন্তু কোনও কথার কর্ণপাত না করে এগিয়ে যেতে থাকে। তার পরেই বিএসএফ জওয়ানরা তাকে দ্রুত আটক করেন। প্রথমে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে ওই ব্যক্তির কাছ থেকে কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কি কারণে সে ভারতে প্রবেশ করেছিল, তার আসল উদ্দেশ্য কী ছিল তা জানতে হবে। পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে, কঠোর নির্দেশ দিয়েছে। তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। গ্রামে সন্দেজনক কাউকে দেখলে রাজস্থান পুলিশ বা সীমানা নিরাপত্তা বাহিনীকে জানাতে হবে। এই ঘটনার পর থেকেই ভারত পাকিস্তান সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
দেখুন অন্য খবর: