কলকাতা: আরজি কর মামলার (RG Kar Case) শুনানিতে সোমবার উঠে আসে প্রভাবশালী তত্ত্ব। এদিন সু্প্রিম কোর্টে (Supreme Court) জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং দাবি, আরজি করের আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত ৭ প্রভাবশালী এখনও হাসপাতালেই রয়েছেন। যার জেরে ডাক্তারদের উদ্বেগ কাজ করছে। পাল্টা রাজ্য জানায়, অভিযুক্তরা যত প্রভাবশালীই হোন না কেন, নাম পেলেই পদক্ষেপ করা হবে। সিবিআই তাঁদের নামের তালিকা দিলে পদক্ষেপ করা হবে। এরপরই প্রধান বিচারপতি জানান, তদন্তের আওতাধীন রয়েছেন এমন ব্যক্তিদের নাম রাজ্য সিবিআইকে দিলেই পদক্ষেপ করতে হবে।
আরও পড়ুন: রাজ্যকে সিসিটিভি বসানোর জন্য সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট
আরজি করে যে আর্থিক দুর্নীতি চলছিল তাতে অভিযুক্ত ৭ প্রভাবশালী এখনও হাসপাতালেই রয়েছেন। ডাক্তারদের আইনজীবী কথায়, এটা সাধারণ ধর্ষণ ও খুনের ঘটনা নয়। ধর্ষণ ও খুনের দিন ঘটনাস্থলে মেডিক্যাল কাউন্সিলের ৪ জনও হাসপাতালে রয়েছেন। এর পরই প্রভাবশালী সাতজনকে অবিলম্বে সাসপেন্ড করার আর্জি জানান আইনজীবী ইন্দিরা জয়সিং। তাঁদের ছুটিতে পাঠানোর দাবি করেন। আইনজীবী বলেন, জুনিয়র ডাক্তারদের মধ্যে ভীতি কাজ করছে, তার জন্য আত্মবিশ্বাসের সঙ্গে কাজে ফিরতে পারছেনা। প্রধান বিচারপতি নির্দেশ, তদন্তের আওতাধীন রয়েছেন এমন ব্যক্তিদের নাম সিবিআই রাজ্যকে দিলে পদক্ষেপ করতে হবে। কারা তদন্তের অধীনে রয়েছেন সেই নামের তালিকা আদালতে জমা দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। রাজ্যের আইনজীবী জানান, পাঁচ জনকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। অভিযুক্তরা যত প্রভাবশালীই হোন, তালিকা পেলে পদক্ষেপের আশ্বাস দিয়েছে রাজ্য।
অন্য খবর দেখুন