skip to content
Thursday, October 3, 2024

skip to content
HomeScrollএবার আরও বড়় হামলা ইজরায়েলের
Israel Air Attack on Lebanon

এবার আরও বড়় হামলা ইজরায়েলের

এক বছরের আন্তঃসীমান্ত সংঘর্ষের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা

Follow Us :

নয়াদিল্লি: হুঁশিয়ারি দিয়েছিলেন ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। এবার লেবাননে হিজবুল্লাহর (Hezbollah) ঘাঁটি লক্ষ্য করে বড় হামলা চালাল ইজরায়েল। সোমবার সকাল থেকে লেবাননের দক্ষিণে ওই হামলায় ১০০ জন নিহত এবং ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে শিশু, মহিলারাও রয়েছেন। প্রায় এক বছরের আন্তঃসীমান্ত সংঘর্ষের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি।

হিজবুল্লাহকে (Hezbollah) ফের হুঁশিযারি দিয়ে নেতানিয়াহু রবিবারই বলেছিলেন যে তেল আভিভ সাম্প্রতিক লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে এমনভাবে আঘাত করেছে যে তারা এটি কল্পনাও করতে পারেনি। যদি হিজবুল্লাহ এই বার্তাটিও বুঝতে না পারে তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এবার বার্তাটি বুঝতে পারবে। উল্লেখ্য, ইজরায়েলি যুদ্ধবিমান লেবাননের দক্ষিণ জুড়ে প্রায় এক বছরের যুদ্ধের মধ্যে সবচেয়ে তীব্র বোমাবর্ষণ করেছে সম্প্রতি। হিজবুল্লাহও পাল্টা আক্রমণ করে। তাতেই আরও চটে গিয়েছে ইজরায়েল। ইজরায়েলের উত্তরে সামরিক লক্ষ্যবস্তুতে রকেট হামলার দাবি করে হিজবুল্লা। ইজরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারাও শনিবার প্রায় ২৯০টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।  এর আগে শুক্রবার, ইজরায়েলি বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে হিজবুল্লাহ কমান্ডারসহ অন্তত ৩৭ জন নিহত হয়।

আরও পড়ুন: লেবাননে পেজার বিস্ফোরণে আন্তর্জাতিক নজরে এক রহস্যময়ী

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular