নয়াদিল্লি: প্রতিটি রেল (Rail) যাত্রী ২০২৭ সালের মধ্যে নিশ্চিত টিকিট পেতে সক্ষম হবেন। রেলওয়ের সম্প্রসারণ পরিকল্পনায় প্রতিদিন নতুন ট্রেন (Train) যোগ করা হবে। মেগা দীপাবলি সপ্তাহে উপচে পড়া প্ল্যাটফর্ম এবং ট্রেনের ছবি সোশ্যাল মিডিয়া (Social Media) প্লাবিত হওয়ার মাত্র কয়েকদিন পরে এই সিদ্ধান্ত সামনে এসেছে। ছটের জন্য বিহারগামী ট্রেনে চড়তে গিয়ে ৪০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু (Death) হয়েছে।
দীপাবলিকে সামনে রেখে রেল ও বাস স্টেশনে প্রচুর ভিড় হয়েছে। রেলওয়ে কীভাবে এই বড় রূপান্তরটির পরিকল্পনা করছে জানতে চাইলে, সূত্র বলেছে যে প্রতি বছর নতুন ট্র্যাক তৈরি করা হবে। প্রতি বছর ৪০০০-৫০০০ কিলোমিটার ট্র্যাকের নেটওয়ার্ক তৈরি করা হবে। বর্তমানে, প্রতিদিন ১০ হাজার ৪৭৮ টি ট্রেন চলছে। এটি প্রতিদিন ১৩০০০ ট্রেনে উন্নীত করার লক্ষ্য রয়েছে। আগামী ৩-৪ বছরে ৩০০০ নতুন ট্রেন ট্র্যাকে রাখার পরিকল্পনা রয়েছে। প্রতি বছর প্রায় ৮০০ কোটি যাত্রী ট্রেনে যাতায়াত করেন। যাত্রী ধারণক্ষমতা ১০০০ কোটিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: কেন্দ্রীয় প্রকল্পের নাম চুরি করার অভিযোগ তুললেন শুভেন্দু
রেলওয়ে ভ্রমণের সময় কমানোর জন্যও কাজ করছে। যার মধ্যে রয়েছে আরও ট্র্যাক স্থাপন, গতি বাড়ানো, ট্রেন থামতে এবং গতি বাড়াতে যাতে কম সময় নেয় সেই ব্যবস্থা। রেলওয়ের একটি সমীক্ষায় বলা হয়েছে, এটা হলে দিল্লি থেকে কলকাতা ভ্রমণে দুই ঘণ্টা ২০ মিনিট বাঁচানো যাযবে।
আরও খবর দেখুন