কলকাতা: বিতর্কের মুখে কারা মন্ত্রী অখিল গিরিকে (Akhil Giri) পদত্যাগের নির্দেশ তৃণমূল (TMC) নেতৃত্বের। শনিবার কাঁথির মহিলা বন আধিকারিককে প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন অখিল। ঘটনায় বিতর্ক শুরু হওয়ার পর দল তাঁকে ক্ষমা চাইতে বলে ওই বন আধিকারিকের কাছে। কিন্তু তিনি ক্ষমা চাননি। এরপর কড়া হয় দল। তাঁকে পদত্যাগ করতে বলা হয়। ইতিমধ্যে ইস্তফা দেবেন বলে জানিয়েছেন অখিল। সোমবার তিনি নবান্নে ইস্তফাপত্র জমা দেবেন।
রবিবার ফোন করে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি অখিলকে জানান, যে মহিলা বন আধিকারিককে তিনি অপমান করেছেন। তাঁর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার পরিবর্তে তিনি শুধু দুঃখপ্রকাশ করেন। তাতে সন্তুষ্ট হয়নি তৃণমূল নেতৃত্ব। এরপর তাঁকে পদত্যাগ করতে বলা হয়। এটাও বলা হয় পদত্যাগ না করলে তাঁকে বরখাস্ত করা হবে।
আরও পড়ুন: বাঁকুড়ায় জমি চাষ করতে গিয়ে জলে ডুবে মৃত্যু কৃষকের
এই বিষয়ে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন জানিয়েছেন, মহিলা আধিকারিকের সঙ্গে মন্ত্রী যে আচরণ করেছেন দল এটাকে সমর্থন করে না। এর প্রতিবাদ করা হয়েছে। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা ওই আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেছেন।
আরও খবর দেখুন