কলকাতা: বড় সাফল্য কলকাতা পুলিশের। সাইবার ক্রিমিনাল ‘জামতাড়া গ্যাং’-এর পর মাথাব্যথা হয়ে উঠছিল লুঠেরা ‘ইরানি গ্যাং’। কখনও সিবিআই অফিসার, কভু পুলিশ আধিকারিক সেজে কলকাতা সহ বিভিন্ন জায়গায় কার্যত ডাকাতি করছিল ইরানি গ্যাংয়ের (Irani Gang) সদস্যরা। এই চক্র দেশের একাধিক শহরকে টার্গেট করেছিল। কী ছিল তাদের ‘মোডাস অপারেন্ডি’ বা অপরাধের ধরন? পুলিশ সূত্রে খবর, তাদের মূল টার্গেট ছিল গয়না লুঠ। বড়বাজার, গড়িয়াহাটের মতো ভরাবাজার থেকে গয়নার দোকান (Jewellery Shop)। লুঠ করে ভিন রাজ্যে পালিয়ে যেত দলটি। গয়না কারখানা থেকে দোকানে (উৎপাদন ইউনিট থেকে শোরুম পর্যন্ত) নিয়ে আসার সময় তদন্তকারী সংস্থার পরিচয় দিয়ে পথ আটকাত। তারপর চেক করার কথা বলে ভড়কে দিয়ে গয়নার দোকানের কর্মীদের প্রাথমিক বিহ্বলতার মুহূর্তেই সোনার গয়না লুঠ করে চম্পট দিত। কখনও কখনও সোনার দোকানে হানা দিয়েও গয়না লুঠ করত। কয়েক মাস ধরে এই ঘটনা ঘটছিল। এই আন্তঃরাজ্য চক্রের ছয়জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃতরা কর্নাটক ও মহারাষ্ট্রের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়ার বাউরিয়া থানা এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে (intervening night of 05.12.2024 and 06.12.2024) স্থানীয় থানার সহায়তায় তাদের পাকড়াও করেছে লালবাজার। ধৃতরা হল কর্নাটকের বাসিন্দা নবাব আলি (৪২), মহারাষ্ট্রের বাসিন্দা আলিরাজালালু আলি ওরফে মিট্টু (৩৩)। এছাড়া কর্নাটকের বাসিন্দা আমজাদ আলি, মহারাষ্ট্রের বাসিন্দা ফিরোজ আলি (৪২), কর্নাটকের বাসিন্দা আলি বাগওয়ান (১৯)। মহারাষ্ট্রের বাসিন্দা একবাল বরকত আলি (৩৮)।
এই ছদ্মবেশী ‘ডাকাতির’ ঘটনায় কলকাতা পুলিশ এলাকায় দুষ্কৃতীদের একটি দল সক্রিয় ছিল। চক্রটি বিভিন্ন বাজার, গয়নার দোকান এলাকায় ক্রাইমের ঘটনায় যুক্ত। মুচিপাড়া থানায় একাধিক অভিযোগ দায়ের হয়। অভিযোগ দায়ের হয় গড়িয়াহাট থানা এলাকাতেও। স্থানীয় থানা ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে এই গ্যাং কর্নাটক, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশেও সক্রিয়। অপরাধ করার পর প্রতারকরা অন্য রাজ্যে চলে যায়। ফলে তাদের সন্ধান পাওয়া জটিল হচ্ছিল। এরইমধ্যে পুলিশ খবর পায়, হাওড়া জেলার বাউরিয়ায় ভাড়াবাড়িতে ওই গ্যাংয়ের কয়েকজন সদস্য রয়েছে। এরপরই পুলিশ সেখানে রাতের অন্ধকারে অতর্কিতে অভিযান চালায়। তাতেই কেল্লাফতে। শুক্রবার ধৃতদের আদালতে তোলা হয়। তাদের আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে।
আরও পড়ুন: ডিসেম্বরেই দিঘা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!
দেখুন অন্য খবর: