কলকাতা: ইজরায়েলের হামলার পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করল ইরান। ইজরায়েলের বুকে আছড়ে পড়ছে একের পর এক ক্ষেপাণস্ত্র। ২০০ কাছাকাছি মিশাইল ছোড়া হয়েছে বলে দাবি ইরানের। ইরানের হামলার পর মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানকে হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) জানিয়েছেন, এই হামলা চালিয়ে ,সঠিক করেনি। ক্ষেপণাস্ত্র হামলার ফল ভুগতে হবে ইরানকে। অন্যদিকে, ইরানকে সতর্ক করেছে আমেরিকাও। পাল্টা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন্ট ইজরায়েলের পাশে আছেন। প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইজরায়েলকে সম্পূর্ণ সমর্থন করা হবে। আমেরিকা সেনা সাহায্য করবে। পাশাপাশি ইরানের এই হামলার নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তেল আভিভের হানায় হেজবোল্লা প্রধান হাসান নাসরাল্লার মৃত্যু হয় শনিবার। হিজবোল্লা প্রধান হাসান নাসরাল্লার মৃত্যুর বদলা নিতে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। রাতভর ধ্বংসলীলা চলেছে ইজরায়েলে। রাজধানী তেল আভিভের কাছে ব্যাপক গোলাগুলিও চলেছে। প্রচুর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইজরায়েলের সেনাবাহিনীর দাবি, অন্তত ১৮১ মিসাইল ছোড়া হয়েছিল তবে তার বেশিরভাগই প্রতিরোধ করা গিয়েছে। মিসাইল হামলায় বেশ কয়েকজন মানুষ আহত হয়েছে। ইরানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতার মৃত্যুর বদলা নিতে হবে ইজরায়েলের থেকে, এই দাবিতে সরব হন প্রতিবাদীরা।
আরও পড়ুন: দেবীপক্ষের সূচনায় বিচারের দাবিতে ভোর দখলে সাধারণ মানুষ
ইরান-ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন। জয়শঙ্কর বলেছেন, ভারত এই পরিস্থিতিতে আলোচনা ও কূটনৈতিক সমাধানের পথই খুঁজবে। বিশ্ব তেলের বাজারে সবচেয়ে বড় উৎপাদনকারী ইরান। বিশ্বে মোট অশোধিত তেলের বড় অংশই আসে ইরান থেকে। বর্তমান পরিস্থিতিতে তেলের জোগান কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যার ফলে পেট্রোল, ডিজেলের দাম বাড়বে। বাড়তে পারে জেট ফুয়েলের দামও।
অন্য খবর দেখুন