নয়াদিল্লি: রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মধ্যেই এবার মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের উত্তেজনা। হামাস প্রধান ও হেজবুল্লার সামরিক প্রধান খুনের পর আন্তর্জাতিক গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে, ইরান (Iran) ইজরায়েল (Israel) যুদ্ধ এখন সময়ের অপেক্ষা। তাতেই প্রমাদ গুনছে সব মহল। কারণ দুই দেশই পরমাণু শক্তিধর। ইজরায়েলের বিরুদ্ধে ইতিমধ্যে সামরিক প্রত্যাঘাতের সিদ্ধান্ত নিয়েছে ইরান। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা সবরকমভাবে প্রস্তুত। কোনওরকম আগ্রাসন হলে চরম মূল্য চোকাতে হবে। হেজবুল্লা ইজরায়েলকে লক্ষ্য করে রকেট ছোঁড়া শুরু করেছে। এই প্রেক্ষিতে ইজরায়েল, ইরানে থাকা প্রবাসীদের সতর্ক করেছে বিভিন্ন দেশ।
ইতিমধ্যে তেলআভিভগামী সব উড়ান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া (Air India)। হামাস (Hamas) প্রধান ইসমাইল হানিয়ার খুনের বদলা নিতে ইজরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক প্রত্যাঘাতের নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খোমেইনি। খামেইনির নির্দেশ পেয়ে জরুরি বৈঠক করেছে ইরানের জাতীয় সামরিক পরিষদ। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে হাজির ছিলেন হানিয়া। একটি গোপন সরকারি অতিথিশালায় তাঁকে ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ খুন করে বলে অভিযোগ। বেইরুটে খুন হন হেজবুল্লার সামরিক প্রধান ফুয়াদ শুকর। হেজবুল্লা হামাসের সমর্থনে ইজরায়েলকে টার্গেট করেছে। প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না- ইজরায়েলে (Israel) প্রবাসী ভারতীয়দের (Indian) নির্দেশ দিয়েছে ভারতীয় দূতাবাস।
আরও পড়ুন: রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই আরও ১ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ল ডিভিসি
আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ফ্রান্স তাঁদের নাগরিকদের লেবানন ছাড়তে বলেছে। সেখানে ইরান সমর্থিত হেজবুল্লার ঘাঁটি রয়েছে। কানাডা তাঁদের নাগরিকদের ইজরায়েল যেতে নিষেধ করেছে। ভারতীয়দেরও লেবানন ছাড়তে বলা হয়েছে। ইজরায়েলের সমর্থনে মধ্যপ্রাচ্যে সেনার সংখ্যা বাড়াতে শুরু করেছে আমেরিকা। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
আরও খবর দেখুন