ওয়েব ডেস্ক: ইরানে (Iran) মেয়েদের জন্য কড়া পোশাকবিধির কথা বিশ্ববাসীর অজানা নয়। বেঁধে দেওয়া গতের পোশাকবিধির প্রতিবাদে সেই পোশাকই খুলে ফেললেন ইরানের এক তরুণী। বিশ্ববিদ্যালয়ের সামনে হাঁটলেন শুধু অন্তর্বাস পরে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) ঘটনার ভিডিও।
ভাইরাল ভিডিওতেই দেখা যাচ্ছে, ইরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুধু অন্তর্বাস পরে হাঁটছেন এক তরুণী। পরনের সব পোশাক খুলে ফেলেছেন। খানিক পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা আটকে দেয় ওই তরুণীকে। (ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি)।
আরও পড়ুন: ইজরায়েল-ইরান যুদ্ধের আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে সেনা, অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা
প্রতিবাদী তরুণীর পদক্ষেপ ‘মানসিক সমস্যা’ বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মুখপাত্র আমির মাহজব বলেন, ‘‘ওই তরুণী মানসিক সমস্যায় ভুগছেন। তাঁর মাথার ঠিক নেই। স্থানীয় পুলিশ তা নিশ্চিত করেছে।’’
Iran’s authorities must immediately & unconditionally release the university student who was violently arrested on 2 Nov after she removed her clothes in protest against abusive enforcement of compulsory veiling by security officials at Tehran’s Islamic Azad University. 1/2 pic.twitter.com/lI1JXYsgtm
— Amnesty Iran (@AmnestyIran) November 2, 2024
যদিও মানসিক বিকার থেকে কেউ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোশাক খুলে ফেলেছেন তা মানতে নারাজ অনেকেই। তাঁদের দাবি, ইরানে প্রকাশ্যে মেয়েদের হিজাব বাধ্যতামূলক। অনেকেই অতিষ্ঠ হয়ে উঠেছে নিয়মের কড়াকড়িতে। ভাইরাল ওই তরুণীও পোশাক খুলে কড়া পোশাকবিধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রাথমিক তদন্তের পর ওই তরুণীকে কোনও মানসিক রোগীদের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হতে পারে।
দেখুন আরও খবর: