তেহরান: হিজাব না পরার চরম খেসারত দিতে হল ইরানি গায়িকাকে। দেশের পোশাকবিধি ভঙ্গ করায় এবার শাস্তির মুখে সঙ্গীতশিল্পী পারাস্তু আহমাদি। সম্প্রতি একটি অনলাইন কনসার্টে কালো রঙের কাঁধখোলা পোশাক পরে গান গেয়েছিলেন তিনি। ওই কনসার্টে তাঁর ব্যান্ডের তিন জন পুরুষ সদস্যও ছিলেন। এই ঘটনার পর ইরান সরকার তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে। কারণ, ইরানে মহিলাদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক। পাশাপাশি, প্রকাশ্যে এককভাবে গান গাওয়ার ওপরও রয়েছে নিষেধাজ্ঞা দেশে। তবে দেশের এই কঠোর আইন অমান্য করেই কনসার্টটি ইউটিউবে সম্প্রচারিত হয়। কনসার্টের ভিডিও ভাইরাল হওয়ার পরই পারাস্তু এবং তাঁর ব্যান্ড সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় ইরানের বিচার বিভাগ।
আরও পড়ুন: ১৮,০০০ ভারতীয়কে দেশছাড়া করবেন ডোনাল্ড ট্রাম্প!
প্রসঙ্গত, পারাস্তু আহমাদি ইরানে নারীদের অধিকার নিয়ে বরাবরই সরব। ২০২২-২৩ সালে দেশজুড়ে হিজাববিরোধী আন্দোলনের সময়ও তিনি সাহসিকতার সঙ্গে হিজাব ছাড়া গান গেয়ে সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করেছিলেন। এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, “আমি পারাস্তু। আমি চুপ করে থাকতে পারি না। আমি আমার দেশকে ভালোবাসি এবং গান গাওয়া থামাব না।”কিন্তু এবার এই কাজ করেই শাস্তি পেতে চলেছেন তিনি। তবে, পারাস্তু একা নন, ইরানের পোশাকবিধি ও কঠোর ধর্মীয় নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে বহু মহিলা এর আগেও শাস্তি পেয়েছেন। কিছুদিন আগে এক তরুণী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুধুমাত্র অন্তর্বাস পরে ঘোরার কারণে প্রশাসনের হাতে আটক হন। পরে তাঁকে মানসিক হাসপাতালে দেওয়া হয় বলে জানানো হলেও তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে পারাস্তু আহমাদি এবং তাঁর ব্যান্ড সদস্যদের কী ধরনের শাস্তি দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়।
দেখুন আরও খবর: