নয়াদিল্লি: ইজরায়েলি (Israel) বিমান হামলায় ইরানের (Iran) মদতপুষ্ট হিজবুল্লাহ (Hezbollah) প্রধান হাসান নাসরাল্লাহর লেবাননে মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে। ইজরায়েলের সামরিক বাহিনী শনিবার বলেছে, তারা লেবাননের রাজধানীতে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ডে বোমা হামলার পর নাসরাল্লাহকে নিকেশ করেছে। যেখানে ৬৪ বছর বয়সী ধর্মগুরু একটি বাঙ্কারে লুকিয়ে ছিলেন।
ইজরায়েলি বিমান হামলা বৈরুতের দক্ষিণ শহরতলিতে আঘাত হেনেছে। ইজরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে হিজবুল্লাহর একটি সুপরিচিত শক্ত ঘাঁটি দাহিয়েহ-তে একাধিক ভবনে আঘাত করা হয়েছে। হামলায় চারটি ভবন ধ্বংস হয়ে গিয়েছে। বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইজরায়েলি হামলার স্থানে লোকজন ক্ষয়ক্ষতি পরিদর্শন করছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান রাতভর অব্যাহত ছিল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, নয় জন নিহত এবং ৯০ জনেরও বেশি আহত হয়েছে। ইজরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে, হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ও অপারেটিভরা নিহত হয়েছেন। তাদের মধ্যে ছিলেন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইউনিটের প্রধান মুহাম্মাদ আলি ইসমাইল এবং তাঁর সহকারী।
আরও পড়ুন: বোমাবর্ষণে নিহত হিজবুল্লা প্রধান নাসরাল্লার, দাবি ইজরায়েলের
আরও খবর দেখুন