skip to content
Wednesday, November 13, 2024
HomeScrollইজরায়েলকে ঠেকাতে ইরানের অপারেশন ট্রু প্রমিস থ্রি-র পরিকল্পনা

ইজরায়েলকে ঠেকাতে ইরানের অপারেশন ট্রু প্রমিস থ্রি-র পরিকল্পনা

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে পাল্টা অভিযান চালানো হবে না ইজরায়েলে

Follow Us :

তেল আভিভ: ২৬ অক্টোবরের হামলার পর বিশ্ববাসীর পাখির চোখ ইরান। তেল আভিভকে কীভাবে পাল্টা জবাব দেবে ইরান? এ নিয়ে চলছে জোর জল্পনা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনই পাল্টা অভিযান চালানো হবে না ইজরায়েলে। কারণ সামনেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আর নির্বাচনের আগে ইজরায়েলে হামলা চালালে জয় ছিনিয়ে নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। যা হিতে বিপরীত হতে পারে ইরানের জন্য। প্রাধান্য দেওয়া হতে পারে গাজা ও লেবাননের যুদ্ধ বন্ধের বিষয়টি।

আরও পড়ুন: ড্রোন হামলার ঝুঁকিতে ছেলের বিয়ে বাতিল নেতানিয়াহুর

সূত্রের খবর, এত সহজে ইজরায়েলকে ছেড়ে দেবে না ইরান। পাল্টা আক্রমণ সানাবেই। ২৬ অক্টোবর হামলার জবাব না দিলে, ফের আক্রমণের সাহস পাবে ইজরায়েল। এবিষয়ে একমত সব সূত্র।

মধ্যপ্রাচ্যের এই অস্থির সময়ের ইরানের সঙ্গে বৈদেশিক সম্পর্ক উন্নয়নে বলীয়ান বিদেশ মন্ত্রী আব্বাস আরাত্রি। ইজরায়েলের মিত্রদেশ জর্ডন ও মিশরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে শুরু করেছে ইরান। চীনের সাহায্যে সৌদি আরবের সঙ্গেও সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে ইরান। বলা বাহুল্য, কুটনৈতিক দিক থেকে ইজরায়েলের থেকে কয়েকদ যোজন এগিয়ে ইরান।

দেখুন আরও খবর:

RELATED ARTICLES

Most Popular