ওয়েব ডেস্ক: লেবাননের বেকা উপত্যকা এবং পশ্চিমে বালবেক শহরে ইজরায়েলি বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত। বুধবার চালানো এই হামলার খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি আহত হয়েছেন ৫৩ জন। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া মানুষদের উদ্ধারে উদ্ধারকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন।
বুধবার সন্ধ্যায় বেইরুটের দক্ষিণ শহরতলিতেও ইজরায়েলি সেনারা কয়েক দফা বিমান হামলা চালায়। ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে ইজরায়েলের এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত গাজায় আগ্রাসনের পর থেকেই বাড়ছে। গত সেপ্টেম্বরে সংঘাত তীব্রতর হয়, যা সাম্প্রতিক হামলাগুলোকে আরও জটিল করে তুলেছে।
ইজরায়েল লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিমান হামলা এবং স্থল অভিযান জোরদার করেছে। লেবাননের বিভিন্ন গ্রামে এই হামলা অব্যাহত রেখেছে ইজরায়েলি বাহিনী। তবে এখনও পর্যন্ত এ হামলার বিষয়ে ইজরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: ট্রাম্প ফিরতেই ‘প্রধানমন্ত্রী’ শেখ হাসিনা!
বেইরুটের দক্ষিণ শহরতলিকে হিজবুল্লার শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। ইজরায়েলি সেনারা বুধবার লেবাননের বিভিন্ন এলাকায় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। কিন্তু ঠিক সরে যাওয়ার সুযোগ না দিয়েই রাতে এবং বৃহস্পতিবার সকালে আবারও হামলা চালানো হয়। আল জাদিদ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার অন্তত চারটি হামলা হয়েছে, তবে হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
হিজবুল্লার নতুন প্রধান নাইম কাশেম বলেছেন, রাজনৈতিক কোনও পদক্ষেপে সংঘাতের অবসান হবে বলে তিনি মনে করেন না। ইজরায়েল হামলা বন্ধ করলেই কেবল আলোচনা সম্ভব। ইতিমধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কারণে প্রচেষ্টা ব্যর্থ হয়। এক বছরের সংঘাতে লেবাননে ৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যার বেশির ভাগ গত ছয় সপ্তাহের মধ্যে নিহত হয়েছেন।
এদিকে হিজবুল্লা দাবি করেছে, তারা বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে একটি ইজরায়েলি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইজরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানবন্দরের কাছেই একটি রকেট বিস্ফোরিত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবানন থেকে নিক্ষেপিত বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।
দেখুন আরও খবর: