কলকাতা: বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস (Md Yunus) কি এবার ভারতে আসছেন? এই নিয়ে তৈরি হয়েছে প্রবল জল্পনা। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) আহ্বানে মুহাম্মদ ইউনুস তৃতীয় ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি অংশ নেন। ইউনুস দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রপ্রধান হিসেবে মোদিই প্রথম তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের এই সম্পর্কের সূচনা দেখে অনেকেই মনে করছেন স্বাভাবিকভাবেই ভারত সফরে আসার জন্য আমন্ত্রণ জানানো হবে ইউনুসকে। এখনও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছেন। ফলে বিষয়টি নিয়ে কী সম্পর্ক তৈরি হয় তা জানতে উদগ্রীব আন্তর্জাতিক মহল।
ভারতের সঙ্গে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সুসম্পর্কের কথা সর্বজনবিদিত। গত ৫ অগাস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে আসেন হাসিনা। এরপর সে দেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। তারপর সেখানে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। বাংলাদেশে একেবারে কোণঠাসা হাসিনার দল আওয়ামি লিগ। এই প্রেক্ষিতে নতুন সরকারের সঙ্গে ভারতের কী সম্পর্ক হয় তার দিকে নজর ছিল সবার। ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন, স্থিতিশীল, প্রগতির বাংলাদেশ দেখতে চায় ভারত।
আরও পড়ুন: রেইকি করতেই কি রাত ১১টায় চারতলায় গিয়েছিল সঞ্জয়?
আরও খবর দেখুন