বসিরহাট: আরজি কর (RG Kar Hospital) কাণ্ডে এবার পথে নামলেন আইএসএফ (ISF) কর্মী সমর্থকেরা। আইএসএফের প্রতিবাদী মিছিল হয় বসিরহাট (Basirhat) টাউন হল থেকে জেলা হাসপাতাল পর্যন্ত। প্রায় দুই কিলোমিটার হেঁটে বৃষ্টিতে ভিজে তাঁরা প্রতিবাদ মিছিল বার করেন বৃহস্পতিবার। এই মিছিলে বহু আইএসএফের নেতা, সমর্থকরা পা মেলান। তাঁদের দাবি, আরজি করের দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে। না হলে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
রাজ্যজুড়ে উত্তাল পরিস্থিতির মধ্যে আরজি করের ঘটনা নিয়ে পথে নামলেন আইএসএফের সমর্থকরা। তাঁরা আরও বলেন, রাজ্যে যত হাসপাতাল আছে সব জায়গাতে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে হবে। যদি তা না করতে পারে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুক। না হলে আমাদের নেতা নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টের মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করবেন। যাতে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা মজবুত হয়।
আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরে ফারুক আবদুল্লার দলের সঙ্গে জোট কংগ্রেসের?
আরও খবর দেখুন