তেল আভিভ: ইজরায়েলকে একচুল ছেড়ে কথা বলছে না হিজবুল্লাহ। আক্রমণ ও পাল্টা আক্রমণের আবহে সরগরম পশ্চিম এশিয়া। চলছে জোরদার রকেট হামলা। কিয়েম শহরে ইজরায়েলিদের উপর তিন দফা আক্রমণ শানিয়েছে ইরানের সশস্ত্র গোষ্ঠী। লাগাতার হামলার জেরে ইজরায়েলের সীমান্তে সামরিক ঘাঁটিগুলিতে বিদ্যুৎ বিভ্রাটের খবরও জানিয়েছে ইজরায়েলি মিডিয়া।
দেখুন আরও খবর: