ওয়েব ডেস্ক: ফ্রান্স ও আমেরিকার মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছে ইজরায়েল-লেবানন যুদ্ধবিরতি। বিপুল ক্ষয়ক্ষতির পর হিজবুল্লাকে কার্যত জোর করেই যুদ্ধবিরতি স্বাক্ষরে বাধ্য করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে বরাবরের মতো এবারও বিশ্বাস ঘাতকতার নজির দিল ইহুদি প্রশাসন। যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পাড় হতেই লেবাননে বিমান হামলা চালাল তেল আবিব।
আরও পড়ুন: ফের শিয়রে ইরান-ইজরায়েল সংঘাত!
আচমকা হামলার জন্য মোটেও প্রস্তুত ছিল না লেবানন। সোশ্যাল মিডিয়ায় এক অফিসিয়াল বার্তা দিয়ে লেবানন জানায়, যুদ্ধবিরতি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই তা লঙ্ঘন করে ইজরায়েল অকুপেশন ফোর্স ওরফে আইডিএফ। লেবাননের একাধিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। অথচ যুদ্ধবিরতির শর্ত ছিল আসন্ন ৬০দিন কোনও পক্ষই হামলা বা পাল্টা হামলায় যাবে না। শর্ত তোয়াক্কা না করেই ফিরতি লেবানিজ আম জনতার উপর হামলা চালিয়েছে ইজরায়েল। এমনকি হামলার কথা স্বীকার করেছে আইডিএফ সেনারা।
প্রসঙ্গত, হামলা প্রসঙ্গে লেবানন জানিয়েছে ইজরায়েল যুদ্ধবিরতি না মানলে কঠোর হাতে শত্রু দমনে নামবে তারাও। আরও ইজরায়েলের দিকে আরও বৃহত্তর হামলার দিকে এগোবে তারা।
দেখুন আরও খবর: