ওয়েব ডেস্ক: প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও লেবানন জুড়ে ভয়াবহ বিমান হামলা চালাল ইজরায়েল। নিহত শতাধিক। স্থানীয় সূত্রে খবর, অবরুদ্ধ এলাকাটিতে ৫০ জনের বেশি প্যালেস্টাইনি নিহত হয়েছেন। অপরদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইজরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন: ট্রাম্প ফিরতেই ‘প্রধানমন্ত্রী’ শেখ হাসিনা!
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গাজা জুড়ে ইজরায়েলি বিমান হামলায় ৫০ জনেরও বেশি নিহত হয়েছে। এর মধ্যে গাজার অবরুদ্ধ উত্তরাঞ্চলেই নিহত হয়েছেন কমপক্ষে ৪২ জন। গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৪৬৯ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ ছাড়া এক বছরেরও বেশি সময় চলা এই হামলায় আহত হয়েছেন আরও ১ লাখ ২ হাজার ৫৬১ প্যালেস্টাইনবাসী।
অপরদিকে, লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইজরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় সারাদেশে যে অভিযান চালিয়েছে তাতে ৫৩ জন নিহত এবং আরও ১৬১ জন আহত হয়েছেন।লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে চলা ইজরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ১০৩ জন নিহত এবং প্রায় ১৪ হাজার মানুষ আহত হয়েছেন।
দেখুন আরও খবর: