নয়া দিল্লি: খালি হাতে যুদ্ধে নামেনি হিজবুল্লা। ইহুদিদের বধ করতে যা যা লাগে সব নিয়ে হিসেব কষে মাঠে নেমেছে তারা। হিজবুল্লার ঢাল এত মজবুত আন্দাজ করতে পারেনি ইহুদি সেনানী। বর্তমানে হাড়ে হাড়ে টের পাচ্ছে হিজবুল্লার ভয়াবহতা।
গত কয়েক সপ্তাহে ইজরায়েলি সেনাদের বিরুদ্ধে বেশ কয়েকবার সফল অভিযান চালিয়েছে হিজবুল্লা। ৩০০-র বেশি মিসাইল ছুঁড়ে তেল অভিভের বুক ঝাঁজরা করে দিয়েছে তারা। আইফা বন্দর নগরীতে ড্রোন হামলায় কাঁপিয়ে দেয় হিজবুল্লা। রবিবার, আরও একটি আত্মঘাতী ড্রোন হামলায় প্রাণ যায় চারজনের।
আরও পড়ুনঃ ইউরোপা কি বাসযোগ্য? সন্ধানে বেরল নাসার মহাকাশযান
হিজবুল্লার লাগাতার আক্রমণের সাফল্যে পিছনে কারণ কী? কীভাবে ইজরায়েলের সেনা ঘাঁটিতে অভিযান চালায় তারা? কী রয়েছে তাদের অস্ত্র ভাণ্ডারে? সদ্য একটি ভিডিও প্রকাশ করেছে স্থানীয় ‘মিডিয়া উয়িং’। প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যায়, বিশাল অস্ত্র ভাণ্ডারে সারি সারি ড্রোন সুসজ্জিত রয়েছে। রয়েছে নাম না জানা বহু অস্ত্র। রীতিমতো অস্ত্রের পশরা সাজিয়ে হিজবুল্লা। অপেক্ষা শুধু ইজরায়েলি বাহিনীকে ঘায়েল করা।
প্রকাশ্যে আসা ভিডিওতে আরও দেখা গিয়েছে, জোর কদমে ড্রোন হামলার মহড়া দিচ্ছে হিজবুল্লা। ইজরায়েলের বেনিযামিনিয়ম সেনা ঘাঁটিতে ড্রোন হামলায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই ভিডিও প্রকাশ্যে এসেছে। যা তেল আভিভের জন্য একটি কঠিন বার্তা ছাড়া আর কিছুই নয়। হিজবুল্লার এই ভিডিও দেখার পর চোখ কপালে প্রতিরক্ষা বাহিনীর।
দেখুন আরও খবরঃ