তেল আভিভ: রবিবার রাতভর ইজরায়েলি সেনার (IDF) বোমাবর্ষণে ৪০০-র বেশি প্যালেস্তিনীয়র (Palestine) মৃত্যু হয়েছে। গাজার (Gaza) বসত এলাকাসহ ঘনবসতিপূর্ণ জাবালিয়া শরণার্থী শিবির, আল শিফা ও আল কিউডস হাসপাতালের কাছেও বোমাবর্ষণ চালায় ইজরায়েলি (Israel) বিমানবাহিনী। মধ্য গাজার আল আকসা হাসপাতালে তরফে বলা হয়েছে, যেসব মৃত ও আহতদের নিয়ে আসা হয়েছে, তার মধ্যে ৬৫ শতাংশই শিশু। পশ্চিম তীরবর্তী শহর রামাল্লা এবং নাবলুসে কয়েকশো প্যালেস্তিনীয়কে গ্রেফতার করেছে বাহিনী।
অন্যদিকে, ইজরায়েলি বাহিনী জানিয়েছে, তারা সোমবার ভোরে লেবাননের দুটি হেজবুল্লা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। ওখান থেকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও রকেট ছোড়ার ছক কষা চলছিল। সব থেকে নির্মম হামলা হয়েছে জাবালিয়া শরণার্থী শিবিরে। সেখানে অন্তত ২০ জনের মৃত্যু এবং কয়েক ডজন লোক জখম হয়েছেন। এতকিছু সত্ত্বেও হামাস নিধনে ইজরায়েলের দিকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, কানাডা এবং ইতালি হাত বাড়িয়ে দেওয়ায় খুব খুশি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু।
আরও পড়ুন: ছাতা মাথায় শেষ হবে এবারের দুর্গা পুজো! জানুন আবহাওয়ার বড় আপডেট
রবিবার ইজরায়েলি বায়ুসেনা এই যুদ্ধে প্রথমবার ব্যবহার করল ‘আয়রন স্টিং (Iron Sting)।’ গাজা আক্রমণে প্রথমবারের জন্য এই অস্ত্র প্রয়োগ করা হল। আয়রন স্টিং হল ১২০ এমএম নির্দিষ্ট নিশানাকে তাক করা এক ধরনের শক্তিশালী মর্টার। এই অস্ত্রের প্রযুক্তিগত উন্নতি করেছে এলবিট সিস্টেম অফ ইজরায়েল। এই সংস্থাটি আন্তর্জাতিক অস্ত্র গবেষণা কেন্দ্র। বিশ্বের প্রায় সব দেশেই এরা অস্ত্র সরবরাহ করে। ইজরায়েলের প্রতিরক্ষা বিভাগের দাবি, আয়রন স্টিং অত্যন্ত নিখুঁত এবং অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। তাদের আরও দাবি, আয়রন স্টিংই হামাসের সঙ্গে খেলা বদলে দিতে পারে।
দেখুন অন্য় খবর