ওয়েব ডেস্ক: নামেই যুদ্ধবিরতি। ফ্রান্স ও আমেরিকা ভেবছিল এবার হয়ত মধ্যপ্রাচ্যের উপর থেকে সরবে যুদ্ধের কালো মেঘ। থামবে মৃত্যুমিছিল। কিন্তু বাস্তবে আদৌ তেমনটা হচ্ছে না। ইজরায়েল ও লেবাননের মধ্যে জারি রয়েছে সংঘর্ষ। গির্জায় লুকিয়ে ইহুদি সেনাকে লক্ষ্য করে গুলি চলিয়েছে হিজবুল্লা। তেল আবিবের পাল্টা আক্রমনে নিকেশ হয় সন্ত্রাসীরা। ঘটনায় হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
আরও পড়ুন: ১০ কিমি হেঁটেও এক টুকরো রুটি মিলছে না যুদ্ধবিধ্বস্ত গাজায়
২৭ নভেম্বর থেকে শুরু হয়েছিল যুদ্ধবিরতি। ফ্রান্স ও আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতির সিদ্ধান্তকে আশার আলো হিসাবে দেখেছিল আন্তর্জাতিক মহল। কিন্তু ২৪ ঘণ্টা পেরতে না পেরতে লেবাননে আছড়ে পড়ে ইজরায়েলি রকেট। হামলার পাল্টা হামলা হিসেবে ইজরায়েলের সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লা।
ফের পাল্টা লেবাননের উপর হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। দক্ষিণ লেবাননের একটি চার্চে অভিযান চালায় ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। এই চার্চেই ঘাঁটি গেড়ে বসেছিল সন্ত্রাসী হিজবুল্লার জেহাদিরা। দু’পক্ষের মধ্যে চলতে থাকে মুখোমুখি সংঘর্ষ। হামলা প্রসঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘এই হামলা চালিয়ে হিজবুল্লা নিজেদের বিপদ নিজেই ডেকে এনেছে। তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইজরায়েল হামলার কড়া জবাব দিয়েছে। ইজরায়েল যুদ্ধবিরতি মেনে চলতে চায়। তবে হিজবুল্লা যদি বারংবার এমন হামলা চালাতে থাকে, তাহলে ইজরায়েল উত্তর দিতে পিছপা হবে না।’
দেখুন আরও খবর: