নয়াদিল্লি: যুদ্ধের মেঘ পশ্চিম এশিয়ায়। প্রমাদ গুনছে আন্তর্জাতিক মহল। ইরান (Iran), ইজরায়েলে (Israel) বড় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর। তারই মধ্যে ইরানকে সতর্ক করতে মধ্যপ্রাচ্যে আরও সেনা ও অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা (US)। ওই সামরিক অস্ত্রের মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও। আছে দূরপাল্লার বি ৫২ বিমারু যুদ্ধবিমান। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে জানিয়েছেন, ইরান, তার বন্ধু দেশ কিংবা ইরানের বদলে অন্য কোনও দেশ যদি আমেরিকার সেনা বা এই অঞ্চলকে হামলার লক্ষ্যবস্তু করে তাহলে আমেরিকা সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ করবে। দ্রুত নতুন বাহিনী সেখানে পৌঁছবে। উল্লেখ্য, গত ২৬ অক্টোবর ইজরায়েল, ইরানে হামলা চালায়। ইরান পাল্টা হামলা চালাতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। মনে করা হচ্ছে তার প্রেক্ষিতে আমেরিকার এই সিদ্ধান্ত।
তবে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইরানের সিদ্ধান্ত এখনই পাল্টা অভিযান চালানো হবে না ইজরায়েলে। কারণ সামনেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আর নির্বাচনের আগে ইজরায়েলে হামলা চালালে জয় ছিনিয়ে নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। যা হিতে বিপরীত হতে পারে ইরানের জন্য। প্রাধান্য দেওয়া হতে পারে গাজা ও লেবাননের যুদ্ধ বন্ধের বিষয়টি। তবে ইজরায়েলে পাল্টা আক্রমণ শানাবেই তারা। এদিকে কূটনৈতিক দিক থেকে ইজরায়েলের মিত্রদেশ জর্ডন ও মিশরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে শুরু করেছে ইরান। চীনের সাহায্যে সৌদি আরবের সঙ্গেও সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে ইরান।
আরও পড়ুন: আচমকা কাদায় ভরে গেল শহর, ভেসে গেল গাড়ি-বাড়ি! কি এমন ঘটল স্পেনে?
দেখুন অন্য খবর: