নয়াদিল্লি: হিজবুল্লাকে পাল্টা দিতে কীভাবে তৈরি হচ্ছে ইজরায়েল? ইজরায়েলে (Israel) রকেট হামলা করেছে হিজবুল্লা (Hezbollah)। একের পর এক রকেট হামলা হয়। তবে বেশিরভাগ রকেটই ইজরায়েল তার বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের সাহায্যে ধ্বংস করে ফেলে। একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে ইজরায়েলের বাসিন্দারা বাঙ্কারের তলায় আশ্রয় নিয়েছেন। এরপরই আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে, এরপরে লেবাননে হিজবুল্লার ঘাঁটিতে বড় প্রত্যাঘাত করতে পারে ইজরায়েল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইজরায়েল মনে করছে এই হামলার পিছনে রয়েছে ইরানের হাত। তাই হিজবুল্লা ও ইরানকে একসঙ্গে নিশানা করবার প্রস্তুতি নিচ্ছে ইজরায়েল। চরম শিক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মধ্যপ্রাচ্য়ে উত্তপ্ত পরিবেশ। ইতিমধ্যে লেবাননের (Lebanon) বেইরুটে হামলা চালায় ইজরায়েল (Israel)। এর জেরে হিজবুল্লাহর একাধিক কমান্ডারের মৃত্যু হয়েছে। এর পাল্টা হামলা চালালো হিজবুল্লা। লেবাননে এখনও পর্যন্ত আহত হয়েছেন ৯ হাজার ৩৮৪ জন। গত দুই সপ্তাহে ১০ লক্ষের বেশি মানুষকে সরাতে হয়েছে। অনেকে সিরিয়ায় আশ্রয় নিচ্ছেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: ম্যাকরনের বক্তব্যে ক্ষুব্ধ নেতানিয়াহু
অন্য খবর দেখুন