নয়াদিল্লি: ইজরায়েলের (Israel) নিশানায় এবার ইরানের (Iran) শীর্ষ নেতা আয়াতোল্লা খামেইনি। তেলআভিভে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর জানাল ইজরায়েল। ইজরায়েল প্রতিরক্ষা মন্ত্রকের একটি বিবৃতি সে দেশে প্রচারিত হয়েছে। তাতে জানানো হয়েছে, মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে এবার নিশানা করা হবে আয়োতোল্লাকে।
লেবাননের বেরুটের বাঙ্কারে ইজরায়েলি বোমায় হিজবুল্লা প্রধান হাসান নাসরুল্লার মৃত্যুর পরেই প্রশ্ন উঠে গিয়েছিল। বুধবার তার জবাব দিল ইজায়েল সরকার। তারা জানিয়ে দিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেইনি তাদের পরবর্তী নিশানা।
আরও পড়ুন: গঙ্গার ঘাটে তর্পণ করলেন ডিজি রাজীব কুমার
গত অক্টোবর মাসে ইজরায়েল হামাস সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই সরাসরি প্যালেস্তাইনের সশস্ত্র সংগঠনের পক্ষ নেয় ইরান। লেবাননের শিয়া গোষ্ঠীর হিজবুল্লা কার্যত ইরানেরই নিয়ন্ত্রণাধীন। উল্লেখ্য, লেবাননের মতো ইরানেও ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ যথেষ্ট সক্রিয়। গত জুলাই মাসে ইরানের রাজধানী তেহরানে সরকারি নিরাপত্তার ঘেরাটোপে থাকা আবাসনে খুন করা হয় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে। মোসাদের ঘাতক বাহিনী ওই হামলা চালায় বলে অভিযোগ।
আরও খবর দেখুন