নয়াদিল্লি: গাজায় (Gaza) হামাসের (Hamas) শীর্ষ নেতা ইসমাইল হানিয়াহের বাড়িতে হামলা চালাল ইজরায়েলি সেনা। ইজরায়েলি (Israel) প্রতিরক্ষা বাহিনী আজ একটি ভিডিও শেয়ার করেছে। তাতে দেখা গিয়েছে যে যুদ্ধবিমান একটি বাড়িতে বোমা বর্ষণ করেছে, যেটি তারা ইসমাইল হানিয়াহের বলে দাবি করেছে। হানিয়েহ হলেন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান এবং গাজা শাসনকারী সংস্থার সর্বোচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে একজন। বিভিন্ন দেশ তাঁকে হামাসের প্রধান হিসেবে গণ্য করে।
ইজরায়েল দাবি করে যে হানিয়াহের বাড়িটি সিনিয়র হামাস নেতারা একটি মিটিং পয়েন্ট হিসাবে ব্যবহার করছিলেন। হানিয়াহ ১৯৯০ এর দশকের শেষের দিকে লাইমলাইটে এসেছিলেন। এবং ২০০৪ সালে ধর্মগুরুকে হত্যার আগে গাজায় হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডান হাতের মানুষ ছিলেন। ২০০৬ সালে হামাসকে বিজয়ী করার পর তিনি প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। হানিয়েহকে ২০১৭ সালে হামাস নেতা হিসাবে নির্বাচিত করা হয়েছিল।
আরও পড়ুন: মানিকতলায় মৃত যুবকের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল
ইজরায়েলি সৈন্যরা আজ হামাসের নৌবাহিনীর অস্ত্রের ভাণ্ডারও খুঁজে বের করে ধ্বংস করেছে। যেখানে ডাইভিং গিয়ার, বিস্ফোরক ডিভাইস এবং অস্ত্র রয়েছে বলে আইডিএফ জানিয়েছে। ইজরায়েল ৭ অক্টোবরের হামলার প্রতিশোধ হিসেবে হামাসকে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছে। যাতে ১২০০ জন নিহত হয়, যাদের অধিকাংশই বেসামরিক। হামাস-চালিত স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করছে যে আক্রমণ থেকে মৃতের সংখ্যা এখন ১১,৫০০ ছাড়িয়েছে। যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।
আরও খবর দেখুন