নয়াদিল্লি: লেবাননকে (Lebanon) অর্থ সাহায্য করা প্রতিষ্ঠানে এবার ইজরায়েলের (Israel) হামলা। হিজবুল্লাহকে (Hezbollah) অর্থ সাহায্য করার অভিযোগে লেবাননের আর্থিক প্রতিষ্ঠান আল কারদ আল হাসানের একাধিক শাখায় হামলা করল ইজরায়েল। যাতে আর্থিক দিক থেকেও হিজবল্লাহকে গুটিয়ে দেওয়া যায়। বৈরুতের দক্ষিণ শহরতলিতে ১১ বার হামলা চালানো হয়েছে। সেগুলির বেশ কয়েকটির লক্ষ্যবস্তু ছিল আল কারদ আল হাসান। বৈরুত বিমানবন্দরের কাছেও হামলা হয়েছে। লেবাননে মানবিক সহায়তা প্রবেশের প্রধান পথ বৈরুত বিমানবন্দর। ইজরায়েলের হামলার কারণে অনেকে লেবানন থেকে পালিয়ে যাচ্ছেন। তাঁদের অনেকে বৈরুত বিমানবন্দর ব্যবহার করেন।
ইজরায়েল বাহিনী লেবাননে হিজবুল্লাহর উপর হামলার মাত্রা বাড়াচ্ছে। এই বিষয়ে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন, ইজরায়েলে হামলা চালাতে হিজবুল্লাহ যেসব স্থান ব্যবহারের পরিকল্পনা করেছে সেসব স্থান ধ্বংস করা হচ্ছে।
আরও পড়ুন: গাজায় ইজরায়েলি হামলায় মৃত ৪০০
দেখুন অন্য খবর: