ওয়েব ডেস্ক: নামেই যুদ্ধবিরতি। ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘাত কমার নাম নেই। ফের গাজায় ড্রোন হামলা চালাল ইজরায়েল। শব্দ শুনে ক্যাম্প বা শরণার্থী শিবির থেকে বেরিয়ে এলেই ধেয়ে আসবে মৃত্যুবানের মতো গুলি। এমনটাই দাবি গাজার সংবাদমাধ্যমে আল জাজিরার।
আরও পড়ুন: সম্পত্তির বিবাদ মেটানোর নামে অর্থ দাবিতে অভিযুক্ত পুলিশ, ক্ষুব্ধ হাইকোর্ট
এক বছর পেরিয়ে যাওয়ার পরও থামেনি রক্তক্ষয়ী যুদ্ধ। হামাস নিধনে হামলা জারি রেখেছে ইজরায়েল। এই মুহূর্তে গাজায় মৃতের সংখ্যা পেরিয়েছে ৪৪ হাজার। মৃতের তালিকায় রয়েছে শিশুরাও। সূত্রের খবর, গাজায় একটি বিশেষ ধরনের ড্রোন ব্যবহার করছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। ড্রোনগুলির নাম ‘কোয়াডকপ্টার’। রিমোট দ্বারা পরিচালিত। সাধারণত নজরদারি চালাতে, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে টার্গেট করতে অথবা ছত্রভঙ্গ করার কাজে এর ব্যবহার করে ইজরায়েলি সেনা।
এ প্রসঙ্গে মাহা হুসেইনি নামক এক সংবাদকর্মী বলছেন, কৃত্রিম আওয়াজ করে প্যালেস্টাইনিদের বাড়ি থেকে বের করে আনে ইজরায়েলি সেনারা। তারপর তাঁদের উপর হামলা চালানো হয়ে চলেছে। যদিও এখনও পর্যন্ত ইজরায়েলি সেনার তরফে এই বিষয়ে এখনও কিছু বলা হয়নি।
দেখুন আরও খবর: