নয়া দিল্লি: গাজায় পোলিও টিকাকেন্দ্রে হামলা চালাল ইজরায়েল। আহত ৪ শিশুসহ ৬ ব্যক্তি, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এক্স হ্যান্ডেলের (সাবেক টুইটার) একটি পোস্টে WHO-র দাবি, শনিবার গাজার উত্তরের শেখ রাদওয়ান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে হামলার ঘটনা ঘটেছে। সন্তানদের পোলিও টিকা দিতে এসেছিলেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: ব্ল্যাক হোল কী ডার্ক এনার্জির উৎস! কী বলছেন বিজ্ঞানীরা?
শেষ পাওয়া খবর অনুযায়ী, হামলায় আহত হয়েছেন ছয়জন। তাদের মধ্যে চারজন শিশু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। পোলিও টিকা নিতে আসা লোকেদের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। এক বিবৃতিতে তারা জানিয়েছেন, গাজায় বেসামরিক হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
দেখুন আরও খবর: