নয়াদিল্লি: ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) ভারতীয় শিল্পপতি এবং টাটা গ্রুপের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটার (Ratan Tata) মৃত্যুতে শোক জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখলেন। বুধবার রাতে ৮৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তিনি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দীর্ঘ অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন। তাঁর অবস্থা গুরুতর।
নেতানিয়াহু বলেন, আমি এবং ইজরায়েলের অনেকেই ভারতের একজন গর্বিত পুত্রকে হারালাম। আমাদের দুই দেশের বন্ধুত্বের চ্যাম্পিয়ন রতন নেভাল টাটার মৃত্যুতে শোকাহত। অনুগ্রহ করে রতনের পরিবারের প্রতি আমার সমবেদনা জানান। এদিকে ভারতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি তাঁর শোক বার্তায় বলেছেন, ভারত এবং বিশ্ব একটি বড় হৃদয়ের কিংবদন্তীকে। যখন আমাকে রাষ্ট্রদূত হিসাবে মনোনীত করা হয়েছিল, তখন ভারত থেকে প্রথম অভিনন্দন এসেছিল রতন টাটার থেকে।
আরও পড়ুন: ইজরায়েলকে পুতিনের হুঁশিয়ারি
দেখুন অন্য খবর: