নয়াদিল্লি: রাশিয়া-ইউক্রেন, ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধের মধ্যে এবার হিজবুল্লার (Hezbollah) সঙ্গে ইজরায়েলের (Israel) যুদ্ধ বড় আকার নিল। প্রায় এক বছর ধরে চলা সংঘর্ষের ঘটনায় লেবাননে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বিমান হামলা চালাল ইজরায়েল। দক্ষিণ ও পূর্ব লেবাননে ইজারেয়েলের বাহিনী ভয়াবহ বিমান হামলা চালায়। হিজবুল্লার প্রায় ১৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর আগে ইজরায়েল কখনও এমন শক্তিশালী হামলা করেনি। তাতে ইরান সমর্থিত হিজবুল্লার বেশ কয়েকজন কমান্ডার সহ ৩৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হিজবুল্লাও পাল্টা ৯০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল রবিবার। এদিন হিজবুল্লা উত্তর ইজারেয়েলে সামরিক ঘাঁটিতে আক্রমণ করে। সেসব এলাকায় স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রেখেছে ইজরায়েল। এদিকে আন্তর্জাতিক মহল মনে করছে হিজবুল্লা বড় জবাব দিতে পারে। আমেরিকা জানিয়েছে ইজরায়েলের সঙ্গে হিজবুল্লার এই দ্বন্দ্ব ভয়াবহ আকার নিতে পারে।
আরও পড়ুন: লেবাননে পেজার বিস্ফোরণে আন্তর্জাতিক নজরে এক রহস্যময়ী
আরও খবর দেখুন