সিউড়ি: পুজো খুব সুন্দর ভাবে কাটাচ্ছি। দু’বছর জেল বন্দির পর হাটসেরান্দি গ্রামের দুর্গা পুজোতে অংশ নিয়ে বললেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সঙ্গে ছিলেন কন্যা সুকন্যা। গরু পাচার কাণ্ডে দু’বছর ধরে দিল্লির তিহার জেলে (Tihar Jail) বন্দি ছিলেন অনুব্রত। খুব স্বাভাবিকভাবেই তার ভিটে মাটি নানুরের হাটসেরান্দি পুজোতে অংশগ্রহণ করতে পারেননি। বছর দুয়েক পর পারিবারিক দুর্গা পুজোতে গ্রামে গিয়ে খুশি অনুব্রত। বীরভূম জেলা তৃণমূল সভাপতি কেষ্ট জানান, পুজো খুব ভালো কাটছে। তবে এবছর পুজোতে কাকা মারা যাওয়ার ফলে সামাজিক পালন চলছে। তাই দুর্গা মন্দিরে উঠতে পারলাম না। বেশ ভালো লাগছে দু’বছর পর গ্রামের পুজোতে এসে। খুব সুন্দরভাবে পুজো কাটাচ্ছি।
তিহার জেল থেকে ফেরার পর বাবাকে কাছছাড়া করছেন না মেয়ে। বীরভূমে ফেরার পর থেকে যতবার প্রকাশ্যে এসেছেন মেয়েকে পাশে দেখা গিয়েছে। এদিনও সারাক্ষণ মেয়েকে পাশে নিয়ে ঘুরলেন অনুব্রত।
আরও পড়ুন: সরকার উদ্যোগী না হলে ‘বড়’ পদক্ষেপ, বার্তা আইএমএ-র
দেখুন অন্য খবর: