নয়াদিল্লি: নারী নির্যাতন রোধে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। আরজি কর (RG Kar Hospital) আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বার্তা দেশের বিচারপতিদের। দিল্লিতে জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলনে হাজির ছিলেন মোদি। ছিলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
এদিন মোদি জানান, দেশে মহিলাদের নিরাপত্তার জন্য অনেক কঠোর আইন রয়েছে। তবে নারী নির্যাতন রুখতে সেই আইনগুলিকে আরও সক্রিয় করা প্রয়োজন। দিল্লির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, নারী নির্যাতন, শিশুদের নিরাপত্তার মতো বিষয়গুলি এখন সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশে অনেক কঠোর আইন তৈরি করা হয়েছে। কিন্তু সেই আইনগুলিকে আরও সক্রিয় করে তোলা প্রয়োজন। মহিলাদের বিরুদ্ধে নৃশংসতার ঘটনায় যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে, নিরাপত্তার ক্ষেত্রে তত বেশি নিশ্চয়তা পাওয়া যাবে। এদিন প্রধানমন্ত্রী আরও বলেছেন, বিচার ব্যবস্থার বিলম্ব দূর করতে গত এক দশকে অনেক পদক্ষেপ করা হয়েছে। বিচার ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নের জন্য গত ২৫ বছরে যে অর্থ খরচ করা হয়েছিল গত ১০ বছরে তার ৭৫ শতাংশ খরচ রা হয়েছে।
আরও পড়ুন: দয়াানিধি মারানের নির্বাচন চ্যালেঞ্জের মামলায় মাদ্রাজ হাইকোর্টের নোটিস জারি
আরও খবর দেখুন