সিউড়ি: আরজি কর (RG Kar Hospital) কাণ্ডে চাঞ্চল্যকর মন্তব্য রাজ্যের কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha)। শুক্রবার বিকেলে সিউড়ি পুরসভার অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেখতে হবে ধৃত যেন সঞ্জয় না হয়ে যায়। তিনি এও বলেন, অতীতে ধনঞ্জয়কে যেভাবে ফাঁসির কাঠে ঝুলতে হয়েছে সেখান থেকে অনেক পয়েন্ট বেরিয়ে আসছে। ধনঞ্জয় দোষী ছিল কি না সন্দেহ রয়েছে। তাই আরজি করের ঘটনায় ধৃত আদৌ দোষী কি না, না কি তার পিছনে কেউ রয়েছে তা তদন্তসাপেক্ষ। রাজ্য সরকারের কলকাতা পুলিশ আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ ও খুনে একমাত্র অভিযুক্ত হিসেবে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে। সেখানে মন্ত্রী একথা বলায় শোরগোল পড়েছে।
তবে কারামন্ত্রী এদিন সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যা বলেছিলেন সেই সময় পার হয়ে গিয়েছে। এখনও তো তেমন কিছু মিলল না। কারামন্ত্রীর অভিযোগ, আরজি করের ঘটনা নিয়ে নোংরা রাজনীতি করছে বিরোধীরা। বিজেপি এই ইস্যুতে নোংরা রাজনীতির খেলা খেলতে নেমেছে। আমাদেরও আইটি সেলের দায়িত্বে যাঁরা রয়েছেন তাঁদের এর প্রতিবাদ করতে হবে। আরজি করের ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেছিলেন, একটাই শাস্তি, ফাঁসি দিয়ে দাও। যাতে একজনকে ফাঁসি দিলে অন্যরা কিছু করার আগে ভয় পায়। কিন্তু এটা আমি নিশ্চয়ই বলব, প্রকৃত দোষী যেন শাস্তি পায়। নিরাপরাধ যেন শাস্তি না পায়। কারণ, এখন ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের কেসটা প্রতিদিন লেখা হচ্ছে। উল্লেখ্য, ১৯৯০ সালে ভবানীপুর ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল ২০০৪ সালের ১৪ অগাস্ট।
আরও পড়ুন: আরজি করে দুর্নীতি মামলায় এফআইআর সিবিআইয়ের
আরও খবর দেখুন