কলকাতা: মামলা লড়ার টাকাও নেই হাতে। সঞ্চিত ২০ লাখ টাকা তুলতে আদালতে আবেদন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandeep Ghosh)। এক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে স্থায়ী আমানত রয়েছে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের। সেই টাকা ভাঙিয়ে খরচ চালাতে চান। কিন্তু, সন্দীপ জেলবন্দি থাকার কারণে ওই টাকা তুলতে পারছেন না। তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। ব্যাঙ্ক থেকে ২০ লক্ষ টাকা তুলতে চেয়ে একাধিক স্থায়ী আমানত ভাঙাতে হাইকোর্টে মামলা দায়ের করেছেন তিনি। শুক্রবার ওই মামলার শুনানির সম্ভাবনা।
গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে এক তরুণী ডাক্তারের দেহ উদ্ধার হয়। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে সন্দীপকে আরজি কর হাসপাতালের অধ্যক্ষের পদ থেকে সরানো হয়। পরে সন্দীপকে গ্রেফতার করে সিবিআই।
আরও পড়ুন: ফের মেট্রোতে আত্মহত্যা, ব্যস্ত সময়ে সমস্যায় যাত্রীরা
দেখুন অন্য খবর: