জলপাইগুড়ি: চা বাগান (Tea Garden) থেকে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হল। পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম অসোনা রায় (৩২)। জলপাইগুড়ি বারপাটিয়া গ্রামপঞ্চায়েতের গাগলাঘাটা এলাকার ঘটনা। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাগলাঘাটা গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর টলিমোহন রায়ের স্ত্রী অসোনা রায়ের সঙ্গে প্রতিবেশী বরুন রায়ের বিশেষ সম্পর্ক ছিল। গতকাল অসোনাদেবীর স্বামী টলিমোহন রায় দুজনকে দেখেন। এরপরেই অসোনা রায় প্রতিবেশী বরুণ রায়ের সঙ্গে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এর পরেই বরুনের বাড়ি গেলে সেখানে বরুণের পরিবারের সঙ্গে রাতভর ঝামেলা হয়। আজ অসোনা রায়কে দেখা যায় বাড়ির পাশে একটি চা বাগানের গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায়। খবর দেওয়া হয় পুলিশকে। কোতয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়৷ পরিবারের দাবি, অসোনা রায়ের মাথায় গুরুত্বর আঘাত রয়েছে। যেভাবে ঝুলন্ত অবস্থায় অসোনা রায়ের মৃতদেহ উদ্ধার হয়েছে সেটা দেখে তাদের অনুমান অসোনা রায়কে খুন করা হয়ে থাকতে পারে৷ ঘটনার বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ অসোনার স্বামী টলিমোহন রায়৷ অন্যদিকে অভিযুক্ত বরুণ রায় ফেরার ঘটনার পর থেকেই। অভিযুক্ত বরুণ রায়ের মা জানিয়েছেন, রাত তিনটের সময় বরুন অসোনা রায়কে নিয়ে বাড়িতে এসেছিল। ঝামেলা করছিল। আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি।
আরও পড়ুন: বাংলাদেশে ঢালাও মামলা না করার আহ্বান মানবাধিকার কমিশনের
আরও খবর দেখুন