কলকাতা: বৃহস্পতিবারের পর শুক্রবারও জম্মু-কাশ্মীর বিধানসভায় (Jammu And Kashmir Assembly) তুলকালাম কাণ্ড। ৩৭০ ধারা (Article 370) ফেরানোর দাবিতে উত্তাস হয়ে ওঠে বিধানসভা। বিধায়ক খুরশিদ আলম শেখ একটি পোস্টার দেখাতে গেলে তাতেই উত্তেজনা ছড়ায়। ন্যাশনাল কনফারেন্স ও বিজেপি বিধায়কদের মধ্যে ধাক্কাধাক্কি। শুক্রবার বিরোধী বিজেপির বিধায়কেরা জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর প্রস্তাবের বিরোধিতা করে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খুরশিদ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার দাবিতে স্লোগান তোলেন। এতেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা।
আরও পড়ুন: অবসর গ্রহণের পর কী কী কাজ করতে পারবেন প্রধান বিচারপতি চন্দ্রচুড়?
বৃহস্পতিবার ৩৭০ ধারা পুনর্বহালের প্রস্তাব ঘিরে জম্মু-কাশ্মীর বিধানসভা উত্তাল হয়ে উঠেছিল। তার পর থেকেই শুরু হয়েছে অশান্তি। এই প্রস্তাবের বিরোধীতা করেন বিজেপি বিধায়করা। বুধবার বিরোধী দল নেতা সুনীল কুমার শর্মা ৩৭০ ধারা পুনর্বহালের প্রস্তাবকে ‘বেআইনি’ বলে আখ্যা দেন। বিজেপির বিধায়কেরা জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর প্রস্তাবের বিরোধিতা করে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খুরশিদের সহ ১২ জন বিজেপি বিধায়ককেও সভা থেকে বার করে দেন মার্শাল। এর প্রতিবাদে বিজেপির বাকি ১১ বিধায়ক ওয়াকআউট করেন।
দেখুন ভিডিও