কলকাতা: নীল বিকিনিতে ফ্রেমবন্দি জাহ্নবী-খুশি। সমুদ্র সৈকতে পড়ন্ত বেলায় ক্যামেরার সামনে পোজ দিলেন দুই বোন। সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়ালেন জাহ্নবী। সেই সব উষ্ণ ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।
তাতে দেখা দিয়েছে, সমুদ্র সৈকতে আকাশি বিকিনিতে জাহ্নবী (Janhvi Kapoor), আর খুশির (Khushi Kapoor) পরনে লাল বিকিনি। ছবি দেখে বোঝা যাচ্ছে সদ্য সমুদ্র থেকে স্নান সেরে উঠে এসেছেন। সৈকতে বসেই পড়ন্ত বিকেলে সন্ধে নামার মুহূর্ত উপভোগ করছেন দুজন।
আরও পড়ুন: একসঙ্গে ফিরছেন শাহরুখ-সলমন, মুক্তি পাচ্ছে ‘করণ অর্জুন’
বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন জাহ্নবী। ‘দেবারা’ সিনেমায় জুটি বেঁধেছিলেন জুনিয়র এনটিআরের সঙ্গে। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে খুশির বলিউড সফর শুরু হয়।
অন্য খবর দেখুন