নয়াদিল্লি: ১৬ বছর বয়সে স্কুল-ছুট হয়েছিলেন। পরে ব্যবসা এবং ক্রমে মহাকাশ আবিষ্কারের প্যাশনে বেসরকারি উদ্যোগে নাসায় নানাভাবে যুক্ত হওয়া। সেই তাঁর হাতেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহাকাশ গবেষণা সংস্থা নাসার (Nasa) ভার তুলে দিচ্ছেন আমেরিকার (US) ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেনেটের অনুমোদন পেলেই স্পেসএক্সের মালিক ইলন মাস্কের ঘনিষ্ঠ জেয়ার্ড আইজ্যাকম্যান (Jared Isaacman) হতে চলেছেন নাসার পরবর্তী প্রশাসক। ব্যক্তিগত মহাকাশচারী মিশনের অভিজ্ঞতাসম্পন্ন আইজ্যাকম্যান স্পেসওয়াকে প্রথম বেসরকারি মিশনের নেতৃত্ব দিয়েছিলেন। স্পেসএক্সে বাণিজ্যিক উড়ানে বিনিয়োগ করেছিলেন এবং নেতৃত্বও দিয়েছিলেন। তিনি বিশ্বাস করেন, বাণিজ্যক মহাকাশ যুগ নতুন দিগন্তের সূচনা করবে মানব সভ্যতায়। তাঁর লক্ষ্য, উৎপাদন, জৈবপ্রযুক্তি, খনন এবং শক্তির নতুন উৎসের অতুলনীয় সম্ভাবনা মহাকাশকে আবিষ্কার করা। যেখানে মানব সভ্যতা মহাকাশ চালিত হবে।
৪১ বছরের এই ইহুদি ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যান স্পেসএক্স মিশনের সময় প্রথম ব্যক্তিগত স্পেসওয়াকের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ২০২১ সালের সেপ্টেম্বরে স্পেসএক্সের ক্রু ড্রাগনে প্রথম বেসামরিক মিশনের নেতৃত্ব দেন। ‘ক্রুড মিশনে’ অর্জিত সর্বোচ্চ উচ্চতা এবং প্রথম ব্যক্তিগত স্পেসওয়াক সহ বেশ কয়েকটি রেকর্ড স্থাপন করে। যুদ্ধবিমান ওড়ানোর অভিজ্ঞতাও রয়েছে তাঁর। পৃথিবীর কক্ষপতে উড়ান সংক্রান্ত উদ্যোগের কথাও ইতিমধ্যে জানিয়েছেন তিনি। তিনি বর্তমান প্রশাসক এবং প্রাক্তন ফ্লোরিডা ডেমোক্র্যাটিক সেনেটর বিল নেলসনের (Bill Nelson) স্থলাভিষিক্ত হবেন। ১৯৮৩ সালের ১১ ফেব্রুয়ারি নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন। হাইস্কুল থেকে পড়াশোনা শেষ করার আগেই ছেড়ে দিয়ে ‘জেনারেল এডুকেশনাল ডেভেলপমেন্ট’-এর পাঠ নেন। তবে যা হাইস্কুল ডিগ্রিরই সমতুল। তবে তাঁর পর আর প্রথাগত শিক্ষার পথ মাড়াননি। স্ত্রী এবং দুই কন্যাকে নিয়ে পেনসিলভেনিয়ায় তাঁর সংসার। তিনি ইলন মাস্কের ব্যবসায়িক সহযোগী। এই নিয়োগের ক্ষেত্রে মহাকাশের প্রতি এই মহাকাশচারীর আবেগ, অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে ট্রাম্পের রিপাবলিকান দল সূত্রে জানা গিয়েছে। নাসার এই ভবিষ্যত পথদ্রষ্টা মহাকাশকে বাণিজ্যিক পরিষেবার জায়গা হিসেবে বেসরকারি ক্ষেত্রকে গুরুত্ব দেওয়ায় বিশ্বাসী।
আরও পড়ুন: আজই শপথ নেবেন সোরেন মন্ত্রিসভার সদস্যেরা
দেখুন অন্য খবর: