কলকাতা: উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে পদত্যাগপত্র দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার (Jawhar Sircar)। আরজি কর (RG Kar Hospital) কাণ্ডের প্রতিবাদে রবিবার তৃণমূলের সাংসদ পদ ছাড়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন জহর সরকার। সংসদীয় বিধি মেনে বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে ধনখড়ের হাতে পদত্যাগপত্র তুলে দেন তাঁরা। জহরের ইস্তফার ফলে সংসদের উচ্চকক্ষে তৃণমূলের সাংসদ সংখ্যা কমে হল ১২। পশ্চিমবঙ্গের ১৬টি রাজ্যসভা আসনের মধ্যে একটি খালি হয়ে গেল। তৃণমূলের ১২ জন ছাড়াও এই রাজ্য থেকে বিজেপির দুই ও বামেদের একজন রাজ্যসভার সাংসদ রইলেন।
আরজি কর কাণ্ডে (RG Kar Case) ফের অস্বস্তিতে শাসকদল তৃণমূল (TMC)। ভয়াবহ ধর্ষণ-খুন কাণ্ডের পরপরই মুখ খুলেছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। পরে অবশ্য সেই বক্তব্য থেকে পিছিয়ে আসেন তিনি। কিন্তু এবার একেবারে সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের জহর সরকার (Jawhar Sircar)। এমনকী রাজনীতি ছেড়ে দিতে চেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) লেখা চিঠিতে জহর বলেন, আমি গত এক মাস ধৈর্য ধরে আরজি কর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি আর ভেবেছি, আপনি কেন সেই পুরনো মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। এখন সরকার যে সব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে, তা এককথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গিয়েছে।
আরও পড়ুন: দাবিতে অনড় থেকে নবান্নে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা
আরও খবর দেখুন